সান্দাকফুতে ট্রেক করতে গিয়ে নিখোঁজ দুই বাঙালি যুবক

0
3

হৈ হৈ করে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু সান্দাকফুতে ট্রেক করতে গিয়ে গভীর জঙ্গলে নিখোঁজ হয়ে যান উত্তর ২৪ পরগনার অশোকনগরের ২ বাসিন্দা। ১৮ জনের একটি টিমের সঙ্গে ট্রেক করতে যান তাঁরা। কিন্তু ট্রেক করার সময় বাকিদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান তাঁরা। নিখোঁজ দুই যুবকের নাম দীপেশ সাহা এবং বাবাই দে।



আরও পড়ুন:ফের আজ জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় প্রশাসনিক সভা


গত ২৪ মে সান্দাকফুতে বেড়াতে গিয়েছিলেন অশোকনগরের দীপেশ এবং বাবাই । তাঁরা দু’জনই অশোকনগরের বাসিন্দা। রবিবার সকালেই দীপেশ তাঁর স্ত্রীকে ফোন করে কথাও বলেছেন বলে জানা গেছে। ফোনে তিনি এও জানান, তাঁরা সান্দাকফুর পাহাড়ি জঙ্গলে হারিয়ে গিয়েছেন। সঙ্গে থাকা খাবার ও জলও ফুরিয়ে এসেছে।





খবর পেতেই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে যোগাযোগ করেন দীপেশের স্ত্রী। দুই যুবককে উদ্ধারের জন্য জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করেছেন বিধায়ক। তাঁর তরফে সবরকমভাবে চেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বস্ত করা হয়েছে।