বাঁকুড়ায় তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কর্মিসভার জায়গা ঘিরে জটিলতা। জল গড়াল আদালতে। ১ জুন মমতার কর্মিসভা। কিন্তু সভাস্থলের বৈধতা নেই বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে মামলা দায়ের ২ আইনজীবীর। জরুরি মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি।

বাঁকুড়ায় পয়লা জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার স্থান পরিবর্তনের আর্জি জানিয়ে মামলা করা হয়। বিজেপির (BJP) তরফে এই মামলা করা হয়েছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। মামলাকারীর অভিযোগ, যে জায়গায় সভা হওয়ার কথা, সেই জায়গায় বন্ধের নির্দেশ দিক আদালত। শীঘ্রই মামলার শুনানির সম্ভাবনা।











 


































































































































