দমদম মেট্রো(Dumdum Metro) স্টেশনের আপ প্ল্যাটফর্মের উদ্বোধনী ফলকে (foundation Stone)নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay)নাম। অথচ এই প্রকল্পের উদ্বোধন হয়েছে তাঁরই হাতে। কোথায় গেল সেই নাম?
রেলমন্ত্রী (Rail Minister)থাকাকালীন মুখ্যমন্ত্রী দমদম থেকে বরানগর-দক্ষিণেশ্বর মেট্রোরুট সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেছিলেন। তাই দমদম স্টেশনের আপ লাইনের একটি উদ্বোধনী ফলকে বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে ভাষাতেই খোদাই করা হয়েছিল তাঁর নাম এবং পদ। সেই ফলক থেকে মুছে গিয়েছে মাননীয়ার নাম। বাংলা, ইংরেজি হিন্দি তিনটে ভাষায় খোদাইকৃত ছিল তাঁর নাম কিন্তু বাংলা, ইংরেজিতে এখন আর নেই এবং হিন্দিতে শুধু ব্যানার্জি শব্দটি রয়েছে। বিষয়টিকে নজরে আনতে মেট্রোর আইএনটিটিইউসি সংগঠনের তরফে মেট্রো কতৃপক্ষকেএকটি চিঠিও দেওয়া হয়।
এই নিয়ে উঠল মেট্রো কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ। মুখ্যমন্ত্রীর এহেন অবমাননায় ক্ষুব্ধ যাত্রীদের একাংশ। আইএনটিটিইউসি পক্ষ থেকে বলা হয়েছে এভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে মেট্রো পারে না। তাই তাঁরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চিঠি দিয়েছেন। যদিও এখনও বিষয়টি নিয়ে নির্বিকার কতৃপক্ষ।
আরও পড়ুন- করোনায় অনাথ শিশুদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ, ঘোষণা মোদির