আইপিএল ২০২২ চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। রবিবার তারা ৭ উইকেটে হারাল রাজস্থান রয়্যালসকে। ম্যাচে দুরন্ত ব্যাটিং শুভমন গিলের। বল হাতে তিন উইকেট নিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

আধিপত্য নিয়ে খেলে প্রথমবারের মত আইপিএল জিতে নজির গড়ল গুজরাত টাইটান্স। প্রথমবারের আইপিএল চ্যাম্পিয়নদের ৭ উইকেটে হারাল হার্দিক পান্ডিয়ার গুজরাত। ঘরের মাঠে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে দারুণ ইতিহাস গড়ল তারা। টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। তবে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই শাসন করতে থাকেন হার্দিক। বল হাতে যেমন সফল তেমনই ব্যাট হাতেও করলেন ৩০ বলে করেন ৩৪ রান। অধিনায়ক হিসেবেও ১০০-তে ১০০।

শুরু থেকেই দারুণ বোলিং করতে থাকেন গুজরাত টাইটান্স বোলাররা। হাত খুলে ব্যাট চালানোর সুযোগই পাননি জস বাটলার, সঞ্জু স্যামসনরা। তার মধ্যেও ৩৯ রান করেন ফর্মে থাকা বাটলার। ৩৫ বলে ৩৯ করেন তিনি। ১৬ বলে ২২ রান করে আউট হন যশশ্বী জয়সওয়াল। এরপর আর কেউই রান পাননি। বড় শট খেলতে গেলেই আউট হতে হয়েছে তাদের। কিছু ক্ষেত্রে বল নো ম্যানস ল্যান্ডে পড়েছে। হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামিরা ঘরের মাঠে আগুন ঝড়িয়েছেন। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন হার্দিক। ২ ওভারে ২০ রান দিলেও ২ উইকেট নিয়েছেন সাই কিশোর। ১টি করে উইকেট শামি, যশ দয়াল ও রশিদ খানের। মাত্র ২ রান অতিরিক্ত দিয়েছেন গুজরাত বোলাররা। মাত্র ১৩০ রানে গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জীবন পান শুভমন গিল। তাঁর ক্যাচ ফেলেন যুজবেন্দ্র চ্যাহাল। পরের ওভারেই উইকেট হারায় গুজরাত। প্রসিদ্ধ কৃষ্ণার ইনসুইং বলে বোল্ড হন ঋদ্ধিমান। ৯ রানেই প্রথম উইকেট হারায় তারা। দারুণ শুরু করেন ট্রেন্ট বোল্ট ও প্রসিদ্ধ কৃষ্ণ। পঞ্চম ওভারে ফের আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। ১০ বলে ৮ রান করে তাঁর ওভারে আউট হন ম্যাথু ওয়েড। ফ্লিক করতে গিয়ে রিয়ান পরাগের হাতে ক্যাচ দেন তিনি। প্রথম পাঁচ ওভারে ২৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলে গুজরাত। পাওয়ার প্লের শেষ ওভারে চ্যাহালকে নিয়ে আসেন স্যামসন। চাপ আরও বেড়ে যায়। বাউন্ডারি আসছিল না হার্দিক বা গিলের ব্যাট থেকে। চ্যাহালের বলে ফের গিলকে বাঁচায় হেটমায়ারের ক্যাচ মিস। এরপর দারুণ পার্টনারশিপ গড়ে তোলেন গিল ও হার্দিক। ৩০ বলে করেন ৩৪ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হন গুজরাত অধিনায়ক। তবে জিততে অসুবিধা হয়নি গুজরাতের। সাত উইকেটে জিতল তারা। ৪৩ বলে ৪৫ রান করে অপরাজিত গিল। ১৯ বলে ৩২ রান করে অপরাজিত ডেভিড মিলারও।
আরও পড়ুন:Asia Cup Hockey: এশিয়া কাপ হকির সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ভারত


















































































































































