Gujrat Titans: সোমবার আইপিএল ট্রফি নিয়ে হুড খোলা বাসে চেপে ঘুরে বেরালেন হার্দিক-ঋদ্ধিমানরা

0
1

রবিবার রাজস্থান রয়‍্যালসকে ( Rajasthan Royals)৭ উইকেটে হারিয়ে আইপিএলের ( IPL) ট্রফি ঘরে তুলেছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। তারপর থেকেই আনন্দে ভাসছে গোটা দল। ভোররাত পযর্ন্ত চলে জয়ের সেলিব্রেশন। আর সোমবার বেলা গড়াতেই পুরো গুজরাত দল দেখা করতে যায় মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র ভাই প্যাটেলের (Bhupendrabhai Patel) সঙ্গে। আর তারপর বিকেলে ট্রফি নিয়ে ঘুরে বেড়ালেন হুড খোলা বাসে চেপে। হার্দিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহা, রশিদ খানদের দেখতে ভিড় পড়ে যায় রাস্তার দুই ধারে। আইপিএল জয়ীদের কাছ থেকে দেখার জন্য সাধারণ মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

 

View this post on Instagram

 

A post shared by Wriddhiman Saha (@wriddhi)

আর সেই বিশেষ বাস যাত্রার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছাড়ে গুছরাতও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার দুই ধারে শুধু কালো মাথার সমাহার। কাতারে কাতারে মানুষ প্রিয় ক্রিকেটারদের স্বাগত জানাচ্ছেন। ইংরেজি ও গুজরাতি গানের সঙ্গে নাগাড়ে বেজেই যাচ্ছে ঢাক-ঢোল।

 

View this post on Instagram

 

A post shared by Wriddhiman Saha (@wriddhi)

আরও পড়ুন:IPL: গুজরাতকে অভিনন্দন কলকাতার, পাল্টা মিষ্টি খাওয়ানোর আবদার গুজরাতের