আদিবাসীদের জমি দখল হলে BLRO-র বিরুদ্ধে FIR: কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
1

আইন অনুযায়ী আদিবাসীদের জমি অন্য কেউ দখল করতে পারবে না। অথচ এই জেলার কিছু কিছু জায়গায় এই ধরনের গাফিলতি নজরে এসেছে। এমনটা হয়ে থাকলে কাউকে রেহাত করা হবে না। প্রয়োজনে বিএলআরও-র(BLRO) বিরুদ্ধেও এফআইআর(FIR) করা হবে। সোমবার পুরুলিয়ায়(Purulia) প্রশাসনিক বৈঠক থেকে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

সোমবার প্রশাসনিক বৈঠক থেকে ব্লক ভূমি রাজস্ব দফতরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশাসনিক মঞ্চে এমন কিছু পরিবারকে হাজির করানো হয় যারা ব্লক ভূমি রাজস্ব দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের এক এক করে জমি সংক্রান্ত একাধিক দরখাস্ত পড়ে শোনান মমতা। যেখানে দেখা যায়, তিন ভাইয়ের নামে মিউটেশন করতে গিয়ে দালাল চেয়েছে ৩০ হাজার টাকা। গরিব পরিবার, কৃষক বন্ধুর সুযোগ পাচ্ছে না। একথা উল্লেখ করে নালিশ জানিয়েছিল পুরুলিয়ার এক পরিবার। এরকম একাধিক দরখাস্ত তুলে ধরেন তিনি। তারপরই দেন কড়া হুঁশিয়ারি। বলেন, “কেউ যদি এই পরিবারকে কেউ ধমকায়, চমকায় আমি তাকে প্রথমেই গ্রেফতার করে ঢুকিয়ে দেব। সে যেই হোক। এই কেসগুলি তুলে আনার উদ্দেশ্য হল সমাধানটা কী হবে?” পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আদিবাসীদের জমি অন্য কেউ দখল করতে পারবে না। এই ব্যাপারে বিএলআরও দফতরের কোনও গাফিলতি সামনে এলে, তা রেয়াত করা হবে না। দরকারে বিএলআরও-র বিরুদ্ধেও এফআইআর করা হবে।

আরও পড়ুন:BLRO অফিসের কাজ দোকানে টাকা নিয়ে হচ্ছে: তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

পাশাপাশি জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষকে গুরুত্ব দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “বেশিরভাগ সময়ই আদিবাসীদের গুরুত্ব দেওয়া হয় না। আদিবাসীদের অনেকেরই অভিযোগ, তারা ঠিক করে পড়াশোনা করতে পারে না। এমনকী, জমি মিউটেশন করতে গেলে তাদের হেনস্থা করা হচ্ছে। এনিয়ে অনেক অভিযোগ পেয়েছি। এই বিষয়গুলি দেখে নিতে হবে। আদাবাসীদের গুরুত্ব দিতে হবে। আদিবাসীদের জায়গা কেউ নিতে পারবে না। এটা আইন বিরুদ্ধ। আদিবাসীদের জমি যদি কেউ নেয় তাহলে BLRO-নামে এফআইআর হবে।” পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “পলিটিকাল লোকেদের বিরুদ্ধে বদনামটা বেশি রটে। কিন্তু যাঁরা সরকারের কাজটা করে মানুষের কাছে পৌঁছে দেবেন তাঁদের তো ভালো ফেস নিয়ে কাজটা করতে হবে। তবেই তো সুনাম থাকবে। দুর্নামের সঙ্গে কাজ করাটা আমাদের কারওই প্রত্যাশিত নয়। কেউ ভুলভ্রান্তি করে থাকলে বলরামপুরের যারা আছেন তাঁরা শুধরে নেবেন। আর বদনাম করার জন্য কেউ কিছু করে থাকলে আপনারা তার বিরুদ্ধে এফআইআর করুন।”