Dooars-Death : ডুয়ার্সের চা বাগানে হড়পা বানে মৃত্যু  ম্যানেজারের স্ত্রী-কন্যার

0
2

ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গাঠিয়া চা বাগানে বেড়াতে গিয়ে হড়পা বানে মৃত্যু হল ম্যানেজারের স্ত্রী ও কন্যার। মায়ের নাম ক্যামেলিয়া বিশ্বাস(৩৮) ও কন্যা রজনীয়া বিশ্বাস (১৩)। তাঁরা গাঠিয়া চা বাগানের ফ্যাক্টরি ম্যানেজার রূপক বিশ্বাসের স্ত্রী ও কন্যা বলে জানা গিয়েছে। তাঁরা কলকাতার বাসিন্দা। ঘটনাচক্রে ওই চা বাগানের ম্যানেজারের পরিবারের সদস্যরা কলকাতা থেকে ছুটি কাটাতে গিয়েছিলেন সেখানে। নদীতে স্নান করতে নেমে আকস্মিক হড়পা বান চলে আসে। মুহূর্তেই আটজন পর্যটক জলের তোড়ে ভেসে যান। ৬ জনকে উদ্ধার করা গেলেও মা ও মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক । সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন । এদের মধ্যে দুজনের আঘাত বেশ গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে । এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নাগরাকাটা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর দেহ দুটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার তদন্ত শুরু করেছে নাগরাকাটা থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দার দাবি, পর্যটকরা যখন নদীতে স্নান করছিলেন তখন নদী শান্ত ও স্বাভাবিকই ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যায়। তাতেই নিয়ন্ত্রণ রাখতে না পেরে ভেসে যান পর্যটকের দল। আর তাতেই ভেসে গিয়ে মৃত্যু হয়েছে মা ও মেয়ের।