সিবিআইয়ের নির্দেশে নিজাম প্যালেসে নথি জমা এসএসসির তিন মামলাকারীর

0
2

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলাকারীর পক্ষে তিন জন নিজাম প্যালেসে গিয়ে নথি জমা দিলেন। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মামলাকারীদের পক্ষে অনিন্দিতা বেরা, দীপঙ্কর মান্না এবং মিলন দাস তাঁদের মামলার বিভিন্ন নথি নিয়ে সিবিআই দফতরে হাজির হন। এগুলির মধ্যে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নিয়োগ দুর্নীতির মামলার নথিও রয়েছে। সিবিআই অফিসাররা এই সমস্ত নথি খতিয়ে দেখছেন। জানা গিয়েছে এই সমস্ত নথি খতিয়ে দেখে আগামী সপ্তাহে আরেক মামলাকারী ববিতা সরকারকে নিজাম প্যালেস ডাকা হতে পারে। তারপর তার বয়ানের সঙ্গে নথিগুলি মিলিয়ে দেখা হবে।

i