Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) আইপিএল ২০২২ চ‍্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। রবিবার তারা ৭ উইকেটে হারাল রাজস্থান রয়‍্যালসকে। ম‍্যাচে দুরন্ত ব‍্যাটিং শুভমন গিলের। বল হাতে তিন উইকেট নিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

২) আইপিএল ২০২২ বেগুনি টুপির দখল নিলেন যুজবেন্দ্র চ‍্যাহাল। কমলা টুপির মালিক রাজস্থান রয়্যালসের জস বাটলার। ১৭ ম্যাচে ৮৬৩ রান করেছেন তিনি।

৩) এশিয়া কাপ হকির সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ভারত । রবিবার এশিয়া কাপ হকির সুপার কাপে মালোয়েশিয়ার কাছে আটকে গেল ভারতীয় হকি দল। খেলার ফলাফল ৩-৩।

৪) অনন্য নজির গড়ল দেশের সব থেকে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। রবিবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল আইপিএল।

৫) উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে হতাশ নন ইয়র্গেন ক্লপ। বরং তিনি বলেন, ‘দ্য রেডস’ নিজেদের শক্তি বাড়িয়ে পরের বার প্রত্যাঘাত করবে। হুঙ্কারের ভঙ্গিতে তিনি ঘোষণা করেন এই কথা।