গেরুয়া শিবিরে বড় ভাঙন ধরিয়ে তৃণমূলে ফিরে গিয়েছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। সেদিনই তৃণমূল (TMC) বিধায়ক পার্থও ভৌমিক (Partha Bhoumik) ঘোষণা করেছিলেন ৩০ তারিখ শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিলের মাঠে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সেই মতো আজ বিকেলে অভিষেকের সভা। চূড়ান্ত উন্মাদনা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে।
আরও পড়ুন:ফের আজ জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় প্রশাসনিক সভা
সূত্রের খবর, অর্জুন পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিং আজ এই সভায় যোগ দিতে পারেন তৃণমূলে। অর্জুন যেদিন তৃণমূলে ফিরেছিলেন, সেদিনই জানিয়েছিলেন পবন সিংও তৃণমূলে যোগ দেবেন, তবে দিনক্ষণ প্রকাশ করা হয়নি। তবে, এদিনের সভায় বিপুল জনসমাগমের আশা রাখছেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.