অশোকনগর সান্দাকফু(Sandakphu) বেড়াতে গিয়ে গভীর জঙ্গলে নিখোঁজ হয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের(Ashoknagar) দুজন বাসিন্দা। বিষয়টি নিয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর(Narayan Goswami)সঙ্গে যোগাযোগ করলেই তিনি উদ্যোগ নেন।
স্থানীয় সূত্রে খবর, গত ২৪ মে, অশোকনগর থেকে ১৮ জনের একটি দল নিয়ে দীপেশ সাহা(Dipesh Saha) ও বাবাই দে(Babai Dey) সান্দাকফু বেড়াতে যান। সেখানেই জঙ্গলে ট্রেক(Trekking) করতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। রবিবার সকালে দীপেশ তাঁর স্ত্রীকে ফোনে জানান, তাঁরা দু’জন জঙ্গলে পথ হারিয়েছেন। তাঁদের কাছে খাবার বা জল কিছুই নেই।এরপর দীপেশের পরিবারের তরফে যোগাযোগ করা হয়, অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে।
এরপরেই তিনি জেলাশাসক সুমিত গুপ্তা ও বারাসাত পুলিশ(Barasat Police)জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে বিষয়টি জানান। তারপরেই খোঁজ শুরু হয় পুলিশের তরফে।তবে তাঁদের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়েও বিতর্ক উঠেছে। অভিযোগ ওই দুইজন অন্যদের বেড়াতে নিয়ে গিয়ে পর্যটকদের জন্য কোন ব্যবস্থা না করেই ফেরার হয়ে গেছেন। পরে নিখোঁজের গল্প ফেঁদেছেন। এই বিষয়ে বিধায়কের দাবি, আগে প্রত্যেককে উদ্ধার করে আনা হোক। পরে সব বিষয়ে শুনে প্রয়োজনে আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:প্রতিশোধের কারণেই হত্যা সিধুর! ছেলের হত্যাকাণ্ডে সিবিআই দাবি বাবার