India Team: ফ্রেন্ডলি ম‍্যাচে জর্ডনের কাছে ০-২ গোলে হার সুনীলদের

0
2

সামনেই এএফসি এশিয়ান কাপের ( AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বের ম‍্যাচ। তার আগে নিজের দলকে গুছিয়ে নিতে ছেয়েছিলেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ। তাই শনিবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম‍্যাচের আগে জর্ডনের( Jordan) বিরুদ্ধে একটি প্রস্তুতি ম‍্যাচ খেলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri), প্রীতম কোটাল (Pritam Kotal), শুভাশিস বোসরা( Subhashis Bose)। আর সেই প্রস্তুতি ম‍্যাচে চুরন্ত ব‍্যর্থ টিম ইন্ডিয়া (India)। জর্ডনের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম‍্যাচে ২-০ গোলে হারে সুনীল ছেত্রীর দল।

ম‍্যাচে প্রথম থেকেই দাপট দেখায় জর্ডন। তবে প্রথমার্ধে কেউ গোলের দরজা খুলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাঁড়ায় জর্ডন। যার ফল স্বরূপ ম‍্যাচের ৭৬ মিনিটে আবু আমারার গোলে এগিয়ে যায় জর্ডন। এরপর ম‍্যাচের ইনজুরি টাইমে আবারও এগিয়ে যায় জর্ডন। জর্ডনকে গোল করে এগিয়ে দেন আবু জারিক। জর্ডনের আক্রমণ আটকাতে এদিন কালঘাম ছুটে যায় ভারতের ডিফেন্সের। গোটা ম্যাচে মোট ১৪ বার ভারতীয় দলের গোলের দিকে শট নিয়েছে জর্ডন। অন্য দিকে সুনীলরা নিয়েছেন মাত্র দু’টি শট।

আরও পড়ুন:UEFA Champions Legue: উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ চ‍্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র