শিয়ালদহে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

0
2

শিয়ালদহের  অ্যান্টনিবাগান লেনে রবিবার সকালে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে  শিয়ালদহের অ্যান্টনিবাগান লেন ও বুদ্ধ ওস্তাগর লেনের সংযোগস্থলে। তবে বাড়িতে সেই সময় কেউ না থাকায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।  জানা গিয়েছে এদিন  সকাল প্রায় সাড়ে  ৮টা নাগাদ  পুরনো বাড়িটির দোতলার বারান্দার একাংশ ভেঙে পড়ে।  দেওয়ালের একাংশ ধসে পড়ে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়িটি সাধারণত ফাঁকাই থাকে।  ওই বাড়ির বাসিন্দারা মালদহে থাকেন। বাড়ির একতলায়  একটি দিকান আছে। সেটিও বন্ধ ছিল।  আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। বাড়ির বাসিন্দাদের খবর দেওয়া হয়েছে।