ব্লু টি এবার বাংলার বাজারেও, কেজি প্রতি কত দাম পড়বে জানেন?

0
1

ব্ল্যাক, গ্রিনের পর এবার ব্লু টি। আলিপুরদুয়ারের এক চা বাগানের পক্ষ থেকে বাজারে আসতে চলেছে এই নীলরঙা চা।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

জানা গেছে, হৃদযন্ত্র ভালো রাখতে এবং দেহ সতেজ রাখতেও এই চা বেশ কার্যকর বলে দাবি কতৃপক্ষের। তাই গ্রাহকদের কথা মাথায় রেখে অত্যাধুনিক পদ্ধতিতে বিশেষ ধরনের কচি চা পাতার কুঁড়ি ও অপরাজিতা ফুলের অংশবিশেষ একসঙ্গে মিশিয়ে এই বিশেষ ধরনের চা তৈরি করা হচ্ছে। শুধু রং নয়, এই চায়ে বিশেষ ধরনের সুগন্ধও পাওয়া যাবে বলে দাবি তাঁদের। যা চা প্রেমীদের কাছে বিশেষভাবে আকর্ষিত করবেই বলে দাবি।

সম্প্রতি প্রাথমিক পর্বে ৫ কিলোগ্রাম এই বিশেষ চা উৎপন্ন করা হয়। তবে ব্লু টি এতটাই চাহিদাসম্পন্ন যে বাজারে আসার সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতি কিলোগ্রাম পিছু চায়ের বাজার দর উঠেছে প্রায় ৬৫০০ টাকা।