অনুব্রত-ঘনিষ্ঠ আউশগ্রামের নেতা অরূপ মিদ্যাকে  সিবিআই তলব

0
1

অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা অরূপ মিদ্যাকে এবার তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অরূপ মিদ্যা পূর্ব বর্ধমানের আউশগ্রামের নেতা।  সি বি আই সূত্রের খবর , অরূপকে ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছে। আগামী সপ্তাহেই তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় আদালতের নির্দেশে ইতিমধ্যেই  তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্তের প্রেক্ষিতেই অরূপকে জেরা করার জন্য তলব করেছে। এর আগে গরু ও কয়লা পাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গাল হোসেনকেও জেরা করেছিল সিবিআই।