Rajasthan Royals: ফাইনালে উঠে শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানালেন বাটলার

0
3

১৪ বছর পর আবারও আইপিএলের ( IPL) ফাইনালে রাজস্থান রয়‍্যালস (Rajasthan Royals)। শুক্রবার কোয়ালিফায়ার টু-তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Rajasthan Royals) ৭ উইকেটে হারায় সঞ্জু সামসনের (Sanju Samsan) দল। সৌজন্যে জস বাটলারের দুরন্ত ইনিংস। ৬০ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ব‍্যাটিং-এর ঝড়ে আইপিএলের ফাইনালের টিকিট পাকা করে ফেলে রাজস্থান। দলকে ফাইনালে তুলে বাটলার শ্রদ্ধা জানালেন রাজস্থান রয়্যালসের প্রথম আইপিএল জয়ী অধিনায়ক শেন ওয়ার্নকে (Shane Warne)। বাটলার বলেন, ওয়ার্ন আজ অত্যন্ত গর্বের সঙ্গে আমাদের দেখছে।

সাংবাদিক সম্মেলনে বাটলার বলেন,” বিশ্বের সবচেয়ে বড় টি-২০ টুর্নামেন্টের ফাইনালে খেলবো। এটা ভেবেই রোমাঞ্চিত লাগছে। শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসের জন্য অত্যন্ত প্রভাবশালী চরিত্র ছিল। প্রথম মরশুমে দলকে নেতৃত্ব দিয়ে খেতাব জিতিয়েছিলেন। ওর অভাব আমরা অনুভব করব ফাইনালে। তবে ওয়ার্ন আজ অত্যন্ত গর্বের সঙ্গে আমাদের দেখছে।”

চলতি আইপিএলে এখনও পযর্ন্ত বাটলার ১৬ ম্যাচে করেছেন ৮২৪ রান। ১৫১.৪৭-এর স্ট্রাইক রেট বাটলারের। করেছেন চারটি সেঞ্চুরি। কোহলি-ওয়ার্নারের পর আইপিএলের এক মরশুমে ৮০০-র বেশি রান বাটলারের।

আরও পড়ুন:Mohammad Siraj: চলতি আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন সিরাজ, টপকে গেলেন ব্রাভোকে