বিজেপি কর্মীদের মারে রক্ত ঝরল পুলিশের, আক্রান্ত যাদবপুর থানার ওসি

0
1

অফিস টাইমের ব্যস্ত সময়ে অবরোধ করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলে বিক্ষোভ বিজেপির(BJP)। আজ যাদবপুরে(Jadavpur) বিজেপির প্রতিবাদ মিছিল আর সেই বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি। এসএসসি দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের (Government of West Bengal) বিরোধিতা করে  প্রতিবাদ মিছিল করে বিজেপি। যাদবপুর থানার সামনে মিছিল আসামাত্রই বিজেপির (BJP) কর্মী-সমর্থকেরা প্রতীকী প্রতিবাদ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। পুলিশ মিছিল আটকাতে গেলে উল্টে পুলিশের উপর চড়াও হয় বিজেপির কর্মী-সমর্থকেরা। যাদবপুর থানার (Jadavpur police station)সামনে রক্তাক্ত পুলিশকর্মী, আক্রান্ত যাদবপুর থানার ওসি (OC)।

প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে যাদবপুরের ব্যস্ত রাস্তা আটকে অবরোধ কর্মসূচি বিজেপির। চূড়ান্ত হয়রানি শিকার সাধারণ মানুষ। পুলিশ কথা বলেই গোটা বিষয়টি মেটানোর চেষ্টা করলেও বিজেপির কর্মী-সমর্থকেরা তা মানতে চাননি। এরপরই পুলিশের ওপর চড়াও হন তাঁরা। এমনকি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়েছে।বিজেপি পুলিশ সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি যাদবপুরে। ঘটনার জেরে সম্পূর্ণ অবরুদ্ধ যাদবপুর – গোলপার্ক রুটের সমস্ত গাড়ি চলাচল। পাশাপাশি আনোয়ার শাহ রোড এমনকি বাইপাস কানেক্টর সম্পূর্ন বন্ধ। পুলিশ পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করলেও রীতিমতো উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সাধারণ মানুষকে সমস্যায় ফেলেছে বিজেপি।