সোমনাথ বিশ্বাস, পূর্ব মেদিনীপুর: বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত একজন, দু’জন আছেন যাঁরা তল্পিবাহকের কাজ করছেন- শনিবার, হলদিয়ার শ্রমিক সমাবেশ থেকে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, “আমার বলতে লজ্জা লাগে যে বিচারব্যবস্থায় একজন, দু’জন আছেন যাঁরা তল্পিবাহকের কাজ করছেন। ওয়ান পার্সেন্ট। কিছু হলেই সিবিআই (CBI) দিয়ে দিচ্ছেন।”
এই প্রসঙ্গে অভিষেকের মন্তব্য “খুনের মামলার তদন্ত আটকে দিচ্ছে। শুনেছেন কোনও দিন? আদালত চাইলে নিরাপত্তা দিতে পারে। আদালতের অধিকার আছে। কিন্তু খুনের মামলার তদন্ত স্থগিত করে দিতে আপনি পারেন না। আপনার যদি মনে হয়, এই সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন, ক্যামেরার সামনে ২হাজার বার এই কথা বলব।”