অবশেষে জল্পনার অবসান। রঞ্জিট্রফির ( Ranji Trophy) নক আউট পর্বে বাংলার হয়ে খেলবেন না ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। শুক্রবার সন্ধ্যায় এমনটাই জানিয়ে দিল সিএবি (CAB)। জানা যাচ্ছে ঋদ্ধির বদলে নিয়ে যাওয়া হতে পারে শাকির হাবিব গান্ধীকে। গ্রুপ পর্বে তিনিই ছিলেন বাংলার দ্বিতীয় উইকেটরক্ষক।

এদিন ঋদ্ধি প্রসঙ্গে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বললেন, “সিএবি চেয়েছিল ঋদ্ধিমান বাংলার হয়ে খেলুক। রঞ্জি নক আউটের কঠিন লড়াইয়ে তাঁকে দলে চেয়েছিলাম আমরা। ঋদ্ধিমানকে আমি সেই কথা বলেও ছিলাম। ওঁর না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু ঋদ্ধিমান জানিয়ে দিয়েছেন যে তিনি খেলবেন না।”

এদিকে রঞ্জিট্রফির কোয়ার্টার ফাইনাল খেলতে শুক্রবার রাতে বেঙ্গালুরু উড়ে যাচ্ছেন বাংলা দল। শুক্রবার রাতে বেঙ্গালুরু পৌঁছে পরদিন অনুশীলনে নেমে পড়বেন বঙ্গ ক্রিকেটাররা। পরের দিন, অর্থাৎ ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত কর্নাটকের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন অভিমন্যু ঈশ্বরণরা। এরপর দু’দিনের আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা। ঝাড়খণ্ডের সঙ্গে বাংলার প্রস্তুতি ম্যাচ শুরু ৬ জুন।
আরও পড়ুন:Asia Cup Hockey: এশিয়া কাপ হকির ‘সুপার ফোর’-এ ভারত


















































































































































