* রাজ্যপালের পরিবর্তে এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।
* বৃহস্পতিবার কলকাতা পুলিশের পদক বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন তাঁর সরকারের আগামীর রোড ম্যাপ। তাঁর স্পষ্ট নির্দেশ, পুলিশের বড় কর্তা যাচ্ছেন বলে রাস্তা আটকে রাখা যাবে না।
* এখন থেকে ‘দেহ ব্যবসা’ অন্যান্য প্রেসার মতো এই স্বীকৃতি পেল সুপ্রিম কোর্টে। আইনি স্বীকৃতি পেলেন যৌনকর্মীরা।
* সোশ্যাল মিডিয়ার বেলাগাম পোস্ট বন্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ, যারা আইন মেনে চলেন, আইনি ব্যবস্থাকে শ্রদ্ধা করেন, একমাত্র তাদের জন্যই মৌলিক অধিকার আইনি ঢাল হতে পারে। কিন্তু যারা আইন মেনে চলেন না, মৌলিক অধিকারের দোহাই দিয়ে তারা বাঁচতে পারবেন না।
আরও পড়ুন: বাগদায় প্রেমের টানে টোটো চালকের সঙ্গে পালালেন একই পরিবারের দুই গৃহবধূ
* কলকাতা মেডিকেল কলেজের চেয়ারম্যান হলেন ডাঃ সুদীপ্ত রায়।
* ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ জুন। ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ২৬ জুন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।


 
 






 
 
 
 
 
 
 
 































































































































