RCB: রাজস্থানের বিরুদ্ধে নামার আগে সেলিব্রেশনে টিম আরসিবি

0
2

শুক্রবার আইপিএলের (IPL) দ্বিতীয় কোয়ালিফায়ার ম‍্যাচে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। প্রতিপক্ষ রাজস্থান রয়‍্যালস (Rajasthan Royals)। এই ম‍্যাচ জিতলেই ফাইনালের টিকিট পাঁকা। তাই এই মরণ বাঁচন ম‍্যাচে রাজস্থানকে হারাতে মরিয়া বিরাট কোহলি, ফ‍্যাফ ডুপ্লেসিরা। তবে রাজস্থানে বিরুদ্ধে নামার আগে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরসিবির জয়ের সেলিব্রশন। ইডেনে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) বিরুদ্ধে ১৪ রানে জয়ের পর ড্রেসিংরুমে সেলিব্রেশনে মেতে ছিলেন আরসিবি। সেই ছবি প্রকাশ নিছেদের সোশ্যাল সাইটে। যেখানে দেখা যায় একটি জয়ের গান গাইছেন বিরাটরা। রইল সেই ভিডিও।

এদিকে শুক্রবার সন্ধ্যায় রাজস্থানের বিরুদ্ধে নামছে বিরাটরা। ফাইনালে যেতে মরিয়া তারা। শুধু ফাইনাল নয় আইপিএল ট্রফি জিততে মরিয়া কিং কোহলি। তাই তো বিরাট বলেন,”আর মাত্র দুই ধাপ। আর দুই ধাপ বাকি স্বপ্ন পূরণ করতে।”

আরও পড়ুন:Maradona: প্রয়াত মারাদোনার স্মরণে তৈরি আস্ত একটি বিমান