ফের সরব এসএসসি চাকরিপ্রার্থীরা। এবার নিয়োগপত্র হাতে পাওয়ার দাবি তুলে আজ ২৭ মে সল্টলেকের (Saltlake) ময়ূখ ভবনের(Mayukh Bhavan) সামনে বিক্ষোভ দেখান তাঁরা। একমাসের মধ্যে নিয়োগপত্র দিতে হবে এই মর্মে বিক্ষোভ দেখান তাঁরা।
আজ সল্টলেকে (Salt lake) এসএসসি (SSC)ভবনে ডেপুটেশন দিতে যান এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা। তাঁরা বলছেন, তালিকায় নাম আছে এমনকি একাধিক মৌখিক প্রস্তাব পেয়েছেন কিন্তু নিয়োগপত্র কই? সেই নিয়োগপত্র দেওয়ার দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাঁদের দাবি, আগামী এক মাসের মধ্যে যদি তাঁরা হাতে নিয়োগপত্র না পান, তাহলে রাস্তায় নামবেন। এই আন্দোলনকে আগামীতে আরও বৃহত্তর করে তুলবেন বলে কার্যত হুমকিও দেন তাঁরা। পাশাপাশি এদিন অভিযুক্তদের চূড়ান্ত শাস্তির দাবি করেন আন্দোলনকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীদের মধ্যে দু’জন এসএসসি ভবনে ডেপুটেশন দিতে যান বলে জানা গেছে।
পাশাপাশি আবার বাম ছাত্র ও যুব সংগঠনের একটি বিক্ষোভ সংগঠিত হয় সল্টলেকে করুণাময়ী মোড়ে। এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতেই এই বিক্ষোভ। ইতিমধ্যেই বিধাননগর পুলিশের তরফ থেকে ঘটনাস্থলে যাতে কোনও বিশৃঙ্খলা না হয় তার জন্য পদক্ষেপ করা হয়েছে। বেশ কয়েকজনকে ধরে পুলিশ ভ্যানে তোলা হয় বলে জানা যাচ্ছে। করুণাময়ীতে বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ শুরুর আগেই ব্যাপক পুলিশি ধরপাকড় হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে থাকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম ছাত্র ও যুব সংগঠনের সমর্থথকে।সল্টলেকে করুণাময়ী মোড়ে রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁকে আটক করেছে পুলিশ।