এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। প্রভাব খাটিয়ে শুরু মেয়েকে নয়, পরিবারের ২৫ জন সদস্যকে নাকি সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন মন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)। বিস্ফোরক অভিযোগ উঠল শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। এই নিয়ে রীতিমত ভাইরাল স্যোশাল মিডিয়া (Social Media)। তবে, এই দুর্নীতি এই আমল নয়, শুরু হয়েছে বিগত বাম-আমল থেকেই। তখন তিনি ছিলেন বাম শিবিরে। তালিকায় নাম এগিয়ে এনে মেয়ের চাকরি করিয়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যে বিতর্কে জড়িয়েছেন পরেশ অধিকারী। বিষয়টি নিয়ে CBI-এর জেরার মুখেও পড়তে হয়েছে তাঁকে।

বাম আমলও নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন পরেশ- অমনটাই অভিযোগ। সেই সময় না কি নিকটাত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছিলেন তৎকালীন ফরোয়ার্ড ব্লক নেতা।
এক নজরে দেখে নেওয়া যাক কোচবিহারের অধিকারী পরিবারে কারা সরকারি চাকরি করছেন-
পরেশের স্ত্রী- সরকারি চাকরিজীবী
মেয়ে- শিক্ষিকা (বর্তমানে বরখাস্ত)
ছেলে- সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক
দুই বোন- আইসিডিএস সুপারভাইজার
বউদি- খাদ্য দফতরে কর্মরত
ভাইঝি- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা
এক ভাইপো- কলেজের ক্লার্ক
আরও তিন ভাইপো- খাদ্য দফতরের কর্মী
এক ভাগ্নে- খাদ্য দফতরের কর্মী
আরেক ভাগ্নে- স্কুলের ক্লার্ক
ভাগ্নি- খাদ্য দফতর কর্মী
এক শ্যালকের স্ত্রী- স্বাস্থ্য দফতর কর্মী
আরেক শ্যালক-প্রাথমিক বিদ্যালয়
শ্যালকের ছেলে- প্রাথমিক বিদ্যালয়
শ্যালকের ছেলের স্ত্রী- প্রাথমিক বিদ্যালয়
আরেক শ্যালক-বিডিও অফিসে কর্মী
শ্যালিকা- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
মামাতো ভাই-কৃষি দফতর কর্মী
পিসতুতো ভাই- প্রাথমিক শিক্ষক
পিসতুতো ভাইয়ের দুই মেয়ে- স্কুল শিক্ষিকা
কয়েক জন নাতি- খাদ্য দফতর
এবার এদের চাকরি আতসকাচের তলায় আনা হবে কি না সেটাই দেখার।


















































































































































