উত্তরাখণ্ডে মৃত পাঁচ বাঙালি পর্যটকের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি ট্যুইটে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। পাশাপাশি মৃতদের আত্মীয় পরিজনদের উত্তরাখণ্ডে পৌঁছে দেওয়ার বিষয়েও পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী: শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার সকালে ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ”উত্তরকাশী যাওয়ার পথে টিহরী অঞ্চলে বাংলার পাঁচ পর্যটকের মৃত্যুর ঘটনায় আমি শোকাহত। তাঁদের পরিবার ও পরিজনদের প্রতি আমি সমবেদনা জানাই।” আরেকটি ট্যুইটে মুখ্যমন্ত্রী জানান, ”গতকাল রাত থেকেই আমাদের প্রশাসনিক কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। AIIMS হৃষিকেশে মৃতদেহগুলি রাখা হয়েছে। এ রাজ্য থেকে মৃতদের আত্মীয় পরিজনদের দিল্লি এবং সেখান থেকে হৃষিকেশে পৌঁছে দেওয়ার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। তাঁরা যাতে শেষকৃত্য সম্পন্ন করতে পারে, সে বিষয়েও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে টিহরী গাড়োয়াল এলাকায় বুধবার দুপুরে পাহাড় থেকে গাড়ি নীচে পড়ে মৃত্যু হয় পশ্চিমবঙ্গের পাঁচ পর্যটকের। নিহত হয়েছেন গাড়ির চালকও। নিউ টিহরী থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতদের নাম মদনমোহন ভুঁইয়া (৬১), ঝুমুর ভুঁইয়া (৫৯) ও নীলেশ ভুঁইয়া (২৩) (বাবা-মা ও ছেলে), দেবমাল্য দেবনাথ (৪৪) ও প্রদীপ দাস (৪৭)। ভুঁইয়া পরিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের নিউ গড়িয়ার বাসিন্দা। রেলের ইঞ্জিনিয়ার প্রদীপের বাড়ি নৈহাটিতে এবং ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী দেবমাল্য ব্যারাকপুরের বাসিন্দা। গাড়িচালক আশিসের বাড়ি উত্তরকাশীতে। দুর্ঘটনার খবর পেতেই কান্নায় ভেঙে পড়েছেন নিহতদের পরিবার পরিজনেরা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.