আয় বৃষ্টি ঝেঁপে’,বৃষ্টি এলেই স্বস্তি; কিন্তু যারা বাড়ির বাইরে রয়েছেন, কর্মক্ষেত্রে বা অন্য কাজে কর্মে? তাঁদের জন্য বিশেষ সতর্ক বার্তা দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Department),সূত্র অনুযায়ী ডলা হয়েছিল আজ বৃহস্পতিবার বিকেলে থেকেই শহরের আকাশ ঢেকে বৃষ্টি (Rainfall)নামতে পারে। কলকাতা সহ দুই বঙ্গেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকাল থেকেই তাপমাত্রার (Temparature)পারদ ছিল ঊর্ধ্বমুখী। বেশ গুমোট গরম ঠিক যেমন প্রবল ঝড়ের আগে হয়। তেমনটাই হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের ৮ জেলায় শুরু হতে পারে প্রবল ঝোড়ো হাওয়া (Thunder storm)বজ্রবিদ্যুত সহ বৃষ্টি। কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জন্য এই বঙ্গে বৃষ্টি হবে এমনটাই মত আবহাওয়া দফতরের। কালবৈশাখী ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি ,নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলাতেও এই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল।
পূর্বাভাষ মতোই বিকেল হতে না হতেই অন্ধকার হয়ে যায় আকাশ। মেঘে ঢেকে যায় কলকাতা এবং তাঁর পার্শ্ববর্তী এলাকা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ২থেকে ৩ ঘণ্টা ধরেই বৃষ্টি হবে। সেই সঙ্গে বইবে ঝড় হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। ঝড়বৃষ্টির দাপট দেখা যেতে পারে। তাই বাড়ি বা কর্মক্ষেত্র থেকে বেরনোর আগে সতর্ক হতে বলা হয়েছে।যদিও এখনও পর্যন্ত অনেক বৃষ্টি না হলে কলীআতার সহ বিভিন্ন জেলায় ভাবে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টির খবর পাওয়া গেছে। ওড়িশার উপরে রয়েছে বর্তমানে ঘুর্ণাবর্তটি আর বিহার থেকে অন্ধ্র পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে তাই এর জেরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে দুই বঙ্গেই তাই এই বৃষ্টি বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, জানা গিয়েছিল এবার সময়ের আগেই রাজ্যে আসতে চলেছে বর্ষা। কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সেই সম্ভাবনা কমাল। আপাতত গতি হারিয়েছে মৌসুমি বায়ুর ফলে উত্তর অভিমুখে যাত্রা বন্ধ হয়েছে। আর এর জেরেই বড় রকমের বদল দেখা যাবে এই রাজ্যের আবহাওয়ায়। লাফিয়ে বাড়বে বাংলার তাপমাত্রা। আগামী দিন চারেকের মধ্যে তাপমাত্রা বাড়বে প্রায় ২-৩ ° সেলসিয়াস।
আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফের খুলছে হিন্দুস্তান মোটর্স