ব্যান্ডেল-শক্তিগড় (Bandel-Saktigarh)শাখায় থার্ড লাইন (Third Line)সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সেই কারণে দু’দিন পুরোপুরি বন্ধ রাখা হবে ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। ২৭ মে দুপুর ৩টে থেকে ৩০ মে দুপুর ৩টে পর্যন্ত, ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক(Power Block)করা হবে। এর ফলে ২৮ ,২৯ মে অবধি ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ থাকবে। ৩০ মে দুপুরের পর আবার চালু হবে পরিষেবা।
আরও পড়ুন:জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী
এর ফলে বেশ কয়েকটি মেল,এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে। বাতিল ট্রেনগুলি হল বিশ্বভারতী প্যাসেঞ্জার, আসানসোল শিয়ালদহ এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস,শিয়ালদহ- রামপুরহাট এক্সপ্রেস। এছাড়া সম্পূর্ণ বন্ধ থাকছে ওই শাখার সব লোকাল ট্রেনগুলিও।
বলা হচ্ছে শনিবার ও রবিবার যাত্রী চলাচল কম হলেও সপ্তাহের প্রথম দিন সোমবার দুপুর ৩টে পর্যন্ত একটা বড় অংশের ট্রেন বন্ধ থাকার ফলে নিত্য যাত্রীদের বেশ অসুবিধায় পড়তে হবে। যাত্রী চাপ সামলাতে এবং তাঁদের সুবিধার্থে পূর্ব রেলওয়ে কিছু অতিরিক্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ২৭ মে দুপুরে হাওড়া এবং চুঁচুড়ার মধ্যে চলবে ৮ জোড়া স্পেশাল ট্রেন । ২৮-২৯ মে ওই শাখাতেই চলবে ১৮ জোড়া স্পেশাল ট্রেন।বর্ধমান এবং খন্নানের মাঝে চলবে ১৪ জোড়া স্পেশাল ট্রেন। ৩০ মে হাওড়া,চুঁচুড়া শাখার মধ্যে চলবে ১০ জোড়া বিশেষ ট্রেন, বর্ধমান ও খন্নানের মধ্যে চলবে ৭ জোড়া বিশেষ ট্রেন এবং কাটোয়া ত্রিবেণীর মধ্যে চলবে৫ জোড়া বিশেষ ট্রেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.