বেআইনিভাবে চিনা নাগরিকদের(Chinese citizen) ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা পি চিদম্বরমের(P Chidambaram) পুত্র তথা সাংসদ কার্তি চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই(CBI)। বিপুল টাকার বিনিময় ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগে আগেই কার্তিকে তলব করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কার্তি।

সিবিআই-এর অভিযোগ, ৫০ লক্ষ টাকার বিনিময় ২৫০ জন চিনা নাগরিককে বেআইনিভাবে ভিসা পাইয়ে দিয়েছিলেন চিদম্বরম পুত্র। যার জেরে গত সপ্তাহে দিল্লি, মুম্বই, চেন্নাই ও তামিলনাড়ুতে চিদম্বরমের বাড়ি ও কার্যালয়ে জোরদার তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI)। শুধু তাই নয় কার্তির ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী এস ভাস্কররামনকে ইতিমধ্যেই এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের দাবি, ভাস্কররামনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই কার্তিকে তলব করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে।
যদিও ওই কংগ্রেস সংসদের দাবি, তিনি এই ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নন। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমার বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সব মিথ্যে। কোনওটা ফালতু অভিযোগ, কোনওটা আরও বেশি ফালতু অভিযোগ। আর এটা সবচেয়ে ফালতু। বিরোধী বলেই এজেন্সি দিয়ে রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে আমাকে।”


















































































































































