বাংলা নিয়ে যতই সরব হোন না কেন, বাংলার দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যান্য রাজ্যে সংগঠন দেখভালের দায়িত্ব পাওয়া দিলীপ ঘোষও (Dilip Ghosh) জানেন রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি। গত কয়েকদিন দিল্লিতে পড়ে থেকে রাজ্য বিজেপির ‘ট্রেনি সভাপতি’ সুকান্ত মজুমদার(Sukanta Majumder) ও ‘লোডশেডিং বিধায়কে’র বিরুদ্ধে ক্রমাগত বলেও লাভ হয়নি উল্টে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কলকাঠি নেড়ে বাংলা থেকে তাকেই প্রায় বিতাড়িত করেছেন এরা। তাতেও অবশ্য মুখ বন্ধ হচ্ছে না দিলীপ ঘোষের। বৃহস্পতিবারও তিনি বলে চলেছেন, আমি বাংলার সব জায়গায় যাব, কে আমাকে আটকাবে? এই ঘটনার মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে পায়ের তলার মাটি সরে গিয়েছে।
গোষ্ঠীদ্বন্দ্ব জেরবার বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতিকে কটাক্ষ করে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কয়েকদিন আগেই দিলীপ ঘোষ বাংলার বিজেপির জন্য একজন অভিভাবক ঠিক করে দিতে বলেছিলেন, “দেখা গেল তার দল তাঁকেই বাংলা থেকেই সরিয়ে দিল। এবার তিনি ভাবুন তার দল তাঁকে সম্মান করছে না নাকি অসম্মান করছে। বোঝাই যাচ্ছে বিজেপি (BJP) এখন দলবদলু, ধান্দাবাজ, তৎকাল বিজেপিতে ভরে গিয়েছে।“ কুণাল ঘোষের (Kunal Ghosh) আরও সংযোজন, “দিলীপ ঘোষ আপনি বিদ্রোহ করুন। দলকে বলুন আপনি বাইরে যাবেন না। আপনি তো রোজ সকালে হাঁটতে বেরিয়ে বাংলারই সমালোচনা করেন। আমরা বলছি তবুও আপনি বাংলাতেই থাকুন। লড়াই করুন। আপনার সঙ্গে আমাদের মতপার্থক্য থাকতে পারে কিন্তু আপনি বাংলা ছেড়ে যাবেন না।“



















































































































































