Uttarpradesh: পিম্পলের সমস্যার জন্য আত্মহত্যা করল যুবতী

0
7

বারবার বিয়ের জন্য প্রত্যাখ্যান পেতে হয়েছে তাঁকে। কারণ একটাই, তার পিম্পলের (Pimple problem) সমস্যা। একাধিক বিয়ের প্রস্তাব নাকচ হয়েছে শুধুমাত্র এই কারণেই। তাই চরম সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের (Uttarpradesh) বান্দা জেলার এক যুবতী(Young girl)।

গত ২৩ মে উত্তরপ্রদেশের বান্দা জেলার অন্তর্গত বিসান্দা পুলিশ সার্কেলের অধীনস্থ অজিত পাড়া গ্রামের এক যুবতী, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা(Suicide) করেন। পরিবার সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় তাঁর মা ও বোন গবাদিপশুকে খাবার দিতে ঘরের বাইরে যান। ঠিক তখনই এই মর্মান্তিক কান্ড ঘটায় যুবতী।

পরিবারের সদস্যরা বলছেন পিম্পলের কারণে অবসাদে থাকতেন যুবতী। একাধিক বিয়ের প্রস্তাব ভেঙে গেছে শুধু এই কারণেই। তাঁর জেরেই এবার চরম সিদ্ধান্ত বলে মত পরিবারের। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। নিহতের পরিবারের শোকের ছায়া।