স্কুল জুড়ে ‘সরি’, সিঁড়ি থেকে রাস্তা লাল কালিতে লেখা একটাই

0
1

গোটা স্কুল চত্বরে কেন একটাই শব্দ বারবার লেখা? কারা করল এমন কাণ্ড? কর্নাটকের এক বেসরকারি স্কুল খবরের শিরোনামে।রাস্তার উপরে একটি স্কুল। তার চারপাশে লালকালি দিয়ে লেখা হয়েছে ‘সরি’ (SORRY)। স্কুলের সিঁড়ি, দেওয়াল, রাস্তা কোথাও বাকি নেই। সব জায়গায় একটাই শব্দ ‘সরি’ (SORRY)। ঘটনাস্থল কর্নাটকের বেঙ্গালুরুর সুনকাডাকাট্টের (Sunkadakatte) এক বেসরকারি স্কুল।

স্কুলের সামনে এমন ঘটনা ঘটায় বিস্মিত শহরবাসী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই ঘটনা। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিকভাবে পুলিশ জানার চেষ্টা করছে এই ঘটনা কারা ঘটাল।পুলিশ সূত্রে খবর, এমন কাজ করা কর্নাটকের আইনে অপরাধ।তাই দোষীদের খুঁজে বের করে আইনি প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। কিন্তু সিসিটিভি ফুটেজে (CCTV Footage) কী আছে? পুলিশ জানিয়েছে ফুটেজে মোটরবাইকে চেপে দুইজন ব্যক্তিকে স্কুলে আসতে দেখা গেছে। এবং তাঁরাই এই কাণ্ড ঘটিয়েছেন। কিন্তু ঠিক কী উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে তা এখনও পুলিশের কাছে ধোঁয়াশা।