আবেদনে ত্রুটি, পার্থর আর্জি ফেরাল শীর্ষ আদালত

0
1

SSC দুর্নীতি মামলায় নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু সেই আবেদনে ত্রুটি থাকায় ফেরাল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে (Supreme Court) পার্থ চট্টোপাধ্যায়ে আবেদনে বেশ কিছু ত্রুটি মিলেছে। আবেদন ত্রুটিমুক্ত করে জামা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে শীর্ষ আদালতে গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:Nepal nightmare: ডলারের প্রিন্ট আউট কপি নিয়ে নেপালে বন্দি হাওড়ার ছেলে 

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ গত সপ্তাহে পার্থকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেও সেই আবেদনও পদ্ধতিগত ত্রুটির কারণে গৃহীত হয়নি। বুধবার, সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চে। তাকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন পার্থ। কিন্তু ত্রুটির কারণে দ্রুত শুনানি হচ্ছে না সেই আবেদনের। এদিকে এদিন দ্বিতীয়বার নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়।