নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

0
1

বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল CBI। কিন্তু তার আগেই সকাল ১০টা ৪৬ মিনিটে আইনজীবীকে সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়।কিন্তু আইনজীবীদের সঙ্গে করে নিজাম প্যালেসে হাজিরা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু আইনি পরামর্শ নিয়ে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই সিবিআই দফতরে পৌঁছে যান পার্থ।


আরও পড়ুন:নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৬ বাঙালি, আহত কমপক্ষে ২০






এর আগে এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশ মেনে গত বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। সিবিআই সূত্রের খবর, এসএসসি নিয়োগ মামলায়  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে  সবরকমভাবে সহযোগীতা করেন তিনি। গত বৃহস্পতিবার পার্থকে জিজ্ঞাসাবাদ করার সময় সব প্রশ্নের উত্তর দেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকী তাঁকে প্রশ্ন করার মত কিছুই ছিল না সিবিআই-এর কাছে।