Online offer: ২৬ হাজার টাকার প্লাস্টিক বালতি, মগের দাম ৫ হাজার!

0
3

আচ্ছা অনলাইনে কেনাকাটা (Online shopping)করেন? বালতি, মগ এসবের জন্য নেট সার্চ করেন বুঝি। একটা ভালো মানের প্লাস্টিকের বালতির (Plastic bucket)দাম সর্বোচ্চ কত টাকা হতে পারে ? খুব বেশি হলে ৫০০ টাকা , কিন্তু অনলাইনে প্লাস্টিকের বালতির দাম ২৬ হাজার টাকা। তাও আবার ২৮ শতাংশ ছাড় দেওয়ার পরে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে সর্বত্র। এত দাম দেখে চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। এ যে অসম্ভব ! একটা প্লাস্টিকের বালতির দাম যে ২৬ হাজার টাকা হতে পারে এ তো কস্মিনকালেও কেউ ভাবেন নি। শুধু কি তাই, মগের দাম ৫০০০ টাকা! এক নামী অনলাইন বিক্রেতা সংস্থায় একটি প্লাস্টিকের বালতি বিকোচ্ছে ২৫,৯৯৯ টাকায়। আসল দাম নাকি ৩৫,৯০০ টাকা। ২৮ শতাংশ ছাড় দিয়ে এই দামে নেমেছে। দাম-সহ সেই বালতির ছবির স্ক্রিনশট মুহূর্তে ভাইরাল নেটমাধ্যমে। অন্য আরেকটি সংস্থা আবার দুটি মগের দাম রেখেছে ১০০০০ টাকা।অনলাইন সংস্থাটি বালতির যে বিজ্ঞাপন দিয়েছে সেখানে লেখা রয়েছে, ‘প্লাস্টিক বাকেট ফর হোম অ্যান্ড বাথরুম সেট অব ১’। প্রায় ১,২২৪ টাকা করে মাসিক কিস্তির সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞাপনে (Advertisement)।


বাস্তবে কি এত দাম হতে পারে, নাকি প্রযুক্তিগত কোন ভুল, তা নিয়ে সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানান হয়নি। তবে এই অফার নিয়ে শোরগোল পড়েছে নেট দুনিয়ায়।