অর্জুন সিং তৃণমূলে যোগ দিতেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতির ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। কাল যে চরম শত্রু ছিল, আজ সে পরম বন্ধু। বুধবার কাঁকিনাড়ার ফলাহারী বাবার মন্দিরেও ধরা পড়ল সেই ছবি। রাজনীতির পুরোনো ঘরে ফিরে এই মন্দিরে পুজো দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর সঙ্গে ছিলেন ভাটপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রশাসক তথা বর্তমান কাউন্সিলর গোপাল রাউত।
তৃণমূল ও অর্জুনের মঙ্গল কামনায় গোপাল রাউত এক কুইন্টাল লাড্ডু দিয়ে পুজো দিলেন ফলাহারী বাবার মন্দিরে।
অন্যদিকে, ভাটপাড়ার রেলওয়ে সাইডিংয়ে তৃণমূলের একটি দলীয় অনুষ্ঠানে কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক ঘাসফুল শিবিরে যোগ দেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অর্জুন সিং। তিনি বলেন, “এলাকার যে সকল নেতা-কর্মীরা এতদিন আমার সঙ্গে কাজ করেছে, তাঁদের সকলেই তৃণমূলে যোগদান করবেন। ৩০ মে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আরও বড় যোগদান হবে। আরও চমক অপেক্ষা করছে।”