ব্যারাকপুর পৌঁছনোর আগেই শুভেন্দুর গাড়ির টায়ার পাংচার হবে! কেন এমন বললেন মদন?

0
1

অর্জুন সিং (Arjun Singh) বিজেপি (Bjp)ছেড়ে তৃণমূলে আসার পর ব্যারাকপুরের সাংগঠনিক জেলায় গেরুয়া শিবিরের দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আর দায়িত্ব পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই আগামিকাল, বুধবার বিজেপির সাংগঠনিক বৈঠকে শ্যামনগরে যাচ্ছেন শুভেন্দু। যা নিয়ে কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র(Madan Mitra)।

শুভেন্দুকে খোঁচা দিয়ে মদন মিত্র দাবি করেন, ব্যারাকপুর পর্যন্ত পৌঁছতে পারবে না শুভেন্দু। তার আগেই শুভেন্দুর গাড়ির টায়ার পাংচার হয়ে যাবে। গাড়িতে যান্ত্রিক ত্রুটিও হতে পারে।

মদন মিত্রের কথায়, “ভাবতে খুব খারাপ লাগে। শুভেন্দুর কত ভালো প্রসপেক্ট ছিল। কত ভালো কেরিয়ার ছিল। কাল ব্যারাকপুর অবধি গেলে ভালো। তার আগে যদি গাড়ির টায়ার পাংচার হয়ে যেতে পারে। আমি বলতে পারব না, তবে আরও অনেক কিছুই হতে পারে। ও ব্যারাকপুর পর্যন্ত পৌঁছতে পারবে কিনা সন্দেহ হচ্ছে আমার।”

সংশ্লিষ্ট মহল মদন মিত্রের এমন মন্তব্যকে কিন্তু হালকাভাবে নিচ্ছে না। কলকাতার দিক থেকে ব্যারাকপুর যেতে হলে কামারহাটির উপর দিয়েই যেতে হবে। এবং বুধবার শুভেন্দুর যাত্রাপথে যে খুব সুখকর হবে না, মদন মিত্রের মন্তব্যেই তার ইঙ্গিত স্পষ্ট।

&



;