খালি রয়েছে হাজার হাজার শূন্যপদ। তবু নিয়োগ হচ্ছে না। এমনকী এ নিয়ে কোনও হেলদোলও নেই কেন্দ্রের। উল্টে বাড়তি চাপ বাড়ছে কাজের। তাই মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছেন স্টেশন মাস্টাররা। চলতি মাসের শেষদিন অর্থ্যাৎ ৩১মে গণছুটি নিচ্ছেন স্টেশন মাস্টাররা। এর প্রভাবে বিঘ্নিত হতে পারে ট্রেন চলাচল পরিষেবা। দূরপাল্লার মেল থেকে এক্সপ্রেস চলাচল স্তব্ধ হয়ে যেতে পারে। এমনকী প্রভাব পড়তে পারে শহর–শহরতলির লোকাল ট্রেনেও।
আরও পড়ুন:ভারী বৃষ্টির সতর্কতা জারি, স্থগিত রাখা হল কেদারনাথ যাত্রা
অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স সংগঠনের তরফে জানানো হয়েছে,অবিলম্বে কেন্দ্র সরকারকে তাঁদের দাবিগুলি মানতে হবে। যত শূন্যপদ রয়েছে তাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তাছাড়া স্টেশন মাস্টারদের একাধিক দাবিদাওয়া বিয়েও আলোচনায় বসতে হবে। আর তা না হলে ৩১ মে পরিষেবা বন্ধ রাখা হবে। সংগঠনের তরফে জানানো হয়, ‘আমরা আগামী ৩১ মে মাস ক্যাজুয়াল লিভের নোটিশ পেশ করেছি রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে। তাঁকে জানিয়েছি, রেল বোর্ডের কাছে এখনও ১০ দিন সময় আছে। তার মধ্যেই যেন সমস্যার সন্তোষজনক সমাধান বের করা হয়। নাহলে স্টেশন মাস্টাররা গণছুটি নেবে।’
স্টেশন মাস্টারদের বক্তব্য, এর আগে একাধিকবার তাঁরা তাঁদের দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। কিন্তু তাতে লাভ হয়নি। ফলে পরিষেবা বন্ধ রেখেই আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন স্টেশন মাস্টাররা। এই আন্দোলনে কাজ না হলে বৃহত্তরে আন্দোলনে তাঁরা নামবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.