দু’দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জারি হয়েছে কমলা সতর্কতাও। তাই কেদারনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত রাখল উত্তরাখণ্ড সরকার।
আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ
সোমবার সকাল থেকে রুদ্রপ্রয়াদে তাপমাত্রা নামতে শুরু করে। রবিবারে তুষারপাতও হয়েছে। আবহাওয়া খারাপ হওয়ার পরও পুণ্যার্থীদের ভিড় কমেনি। কিন্তু দুদিনের ভারী বৃষ্টি জারি হতেই কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে।
এপ্রসঙ্গে রুদ্রপ্রয়াগের সিও প্রমোদ কুমার জানিয়েছেন, হেঁটে যে সব পুণ্যার্থী কেদারনাথে যাচ্ছেন তাঁদের আপাতত যেতে নিষেধ করা হয়েছে।সকলকেই হোটেলে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে । তিনি আরও জানান, “দু’দিনের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই গুপ্তকাশী থেকে আসা পাঁচ হাজার পুণ্যার্থীকে আটকে দেওয়া হয়েছে। হেলিকপ্টার পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।”