Howrah: পেটে ৮ কেজির টিউমার! স্বাস্থ্য সাথী কার্ডে বিরল অস্ত্রোপচার

0
1

নিঃশব্দে বেড়ে উঠেছিল টিউমার (tumour)। একদিন বা দু’দিন নয় প্রায় ৩-৪ বছর ধরে তার অস্তিত্বের জানান দেয়নি সে। বিশাল আকার ধারণ করে ৫২ বছরের এক মহিলার শরীরে জাঁকিয়ে বসে ছিল। সরকারি স্বাস্থ্য সাথী(Swasthya Sathi Card) কার্ডের মাধ্যমে বিরল অস্ত্রোপচার (Operation) করে টিউমারটি বার করা হল।

যন্ত্রণাবিহীন এক টিউমার, চিকিৎসাশাস্ত্রে বলা হয় ‘‘RETROPERITONEAL SARCOMA’’। হাওড়ার শিবপুরের (Shibpur, Howrah)বাসিন্দা রাজিয়া খাতুনের (Razia Khatun) শরীরে নিঃশব্দে বাসা বেঁধেছিল। আগে থেকে কিছুই বোঝা যায়নি। রাজিয়ার পরিবার বলছে, সেরকম কোন সমস্যা ছিল না রোগীর। তবে গত একমাস যাবৎ খাওয়ার প্রতি অনীহা দেখা যাচ্ছিল। ডাক্তারের কাছে যাওয়া মাত্রই পরীক্ষা করার পর এই রোগ ধরা পড়ে। চিকিৎসকেরা জানাচ্ছেন টিউমার (Tumour) বড় না হলে নিজের অস্তিত্বের জানান দেয় না ,তাই বাইরে থেকে বোঝার কোন উপায় নেই। বিশাল আকার ধারন করার পর খাদ্যনালী আর মূত্রনালী বন্ধ করে দেয় এই টিউমারটি। এর ফলে সমস্যা তৈরি হয়। সেরকম কোনও যন্ত্রণাও থাকে না । কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকেন রোগী।  সবটা জানার পর রাজিয়ার পরিবারের তরফ থেকে বিভিন্ন হাসপাতালে সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে হাওড়ার শিবপুরের(Shibpur)  একটি বেসরকারি হাসপাতালে রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই বিরল অস্ত্রোপচার করে মৃতপ্রায় মহিলার প্রাণ ফেরালেন চিকিৎসক  ৷