Corona update: স্বস্তি! একসপ্তাহ পর একদিনে সংক্রমণ ২ হাজারের কম

0
2

যেখানে প্রতি মুহূর্তে বাড়ছে নয়া স্ট্রেন(New strain) নিয়ে চিন্তা সেখানে দেশে মিলল স্বস্তির খবর। গত কয়েকদিন ধরে সংক্রমিত রোগীর সংখ্যা দুই হাজারের বেশি হওয়ায় চিন্তায় ছিলেন বিশেষজ্ঞরা। এবার করোনা গ্রাফ( corona)  নামল ২০০০ এর নিচে, স্বস্তিতে দেশ।

বিএ.৪ এবং বিএ.৫ (BA.4, BA.5)  – এই দুই ভ্যারিয়েন্ট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। দক্ষিণ ভারত থেকে এই স্ট্রেনের সংক্রমণের খবর পাওয়া গেছে। ফলে চিন্তা বেড়েছে বিশেষজ্ঞদের। যদিও এর মাঝে খানিকটা হলেও নিশ্চিন্ত হল স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে (Corona) আক্রান্ত হয়েছেন ১৬৭৫ জন।এই সংখ্যাটা গত ১ সপ্তাহের রিপোর্টের তুলনায় যথেষ্ট স্বস্তিজনক বলে মনে করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে এই মুহূর্তে সুস্থতার হার প্রায় ৯৮.৭৫ শতাংশ।গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬৩৫ জন।

এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১৪,৮৪১ পাশাপাশি মৃত্যু হার নিম্নমুখী।ইতিমধ্যে দেশে ১৯২ কোটি ৫২ লক্ষের বেশি করোনা ডোজ দেওয়া হয়েছে।  গত ২৪ ঘণ্টাতেই ১৩লক্ষ ৭৬ হাজারের বেশি ডোজ পেয়েছেন দেশবাসী।