সাত দিনের মধ্যেই ক্যানসার আক্রান্ত সোমাকে শিক্ষিকার পদে চাকরির নির্দেশ নবান্নর

0
1

ক্যানসার আক্রান্ত এসএসসি আন্দোলনকারী সোমা দাস ভরা আদালতে বলেছিলেন, শিক্ষকতাই করব, অন্য কোনও চাকরী নয়। সেই সোমাকে অবিলম্বে সহকারী শিক্ষিকার পদে চাকরি দেওয়ার নির্দেশ দিল নবান্ন।


আরও পড়ুন:পোলিওতে আক্রান্তের হদিশ,চিকিৎসকদের কপালে ভাঁজ


সোমবার রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসি-র নবনিযুক্ত চেয়ারম্যানকে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ করতে বলেছেন। নবান্ন জানিয়েছে, সাত দিনের সোমাকে শিক্ষিকা পদে নিয়োগের কাজ সম্পূর্ণ করতে হবে।

বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা ২০১৯ থেকে ক্যান্সারে আক্রান্ত। তা সত্ত্বেও লড়াই চালিয়ে গেছেন তিনি। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরে পড়েন সোমা। তিনি সোমাকে শিক্ষকতার চাকরির বদলে অন্য সরকারি চাকরি গ্রহণের প্রস্তাব প্রস্তাব দেন। কিন্তু তাতে রাজি হননি সোমা। সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায় স্কুলশিক্ষা দফতরের সচিবকে সোমা দাসের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। ক্যান্সারে আক্রান্ত সোমাকে সহকারী শিক্ষকের পদে নিয়োগ করা যায় কি না, জানতে চান তিনি। প্রয়োজনে রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধও জানান।  চাকরি না হলে সোমার পক্ষে রোগের বিপুল পরিমাণ অর্থ জোগাড় সম্ভব নয়। সেই মতোই সোমাকে চাকরিতে নিয়োগের নির্দেশ এল এবার নবান্নর তরফেই।