Wriddhiman Saha: ভারতীয় দল থেকে আবারও ব্রাত‍্য, প্লে-অফ ম‍্যাচে নামার আগে কী বললেন ঋদ্ধি?

0
1

আবারও ভারতীয় দল ( India Team) থেকে ব্রাত‍্য ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। গত রবিবার ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে যে ভারতীয় দল ঘোষণা করা হয়, দেখা যায় তাতে জায়গা হয়নি বাংলার পাপালির। চলতি আইপিএলে ( IPL) নতুন দল গুজরাত টাইটান্সের ( Gujrat Titans) হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন ঋদ্ধি। এখনও পর্যন্ত ৯ ইনিংসে করেছেন ৩১২ রান। পাশাপাশি উইকেটের পিছনেও তিনি যথেষ্ট ভরসা দিচ্ছেন গুজরাত টাইটান্সকে। এমনকি গুজরাতের প্লে-অফের পিছনে ঋদ্ধির অবদানও কম নয়। সেই হিসেবেই আশা করা হয়েছিল এবার হয়ত ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে ভারতীয় দলে নেওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত সেটা হল না। যদিও এসব নিয়ে ভাবতে নারাজ ঋদ্ধি। বরং আইপিএল প্লে-অফেই নজর পাপালির। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানিয়ে গেলেন বাংলার এই উইকেটরক্ষক।

এদিন সাংবাদিক সম্মেলনে ঋদ্ধি বলেন, “এই মুহূর্তে আমি আইপিএল খেলছি। দলের হয়ে অবদান রাখতে পারলে ভাল লাগে। ৫০-১০০ রানের ল্যান্ডমার্ক হলে ভাল লাগে। তবে সবার আগে টিম। পরে ব্যক্তিগত সাফল্য। আমি ভারতীয় দলে নির্বাচন নিয়ে একদম চিন্তিত নই। বরং আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি। আমি ফিট। খেলার জন‍্য প্রস্তুত। পাওয়ার প্লে-তে খেলার স্টাইল আমার স্যুট করে। দলকে সাহায্য করতে পারলেই খুশিই হব। শুরুতে আমি ভাল পার্টনারশিপ করতে পারলে, বাকিদের জন্য কাজটা সহজ হয়ে যায়। আপাতত আমার পাখির চোখ আইপিএল।”

করোনার কারণে গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়ে যায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বিরাট কোহলির ভারত। বাতিল হওয়া ম্যাঞ্চেস্টার টেস্ট  ১-৫ জুলাই হবে বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে।

আরও পড়ুন:Kusal Mendis: ম‍্যাচ চলাকালীন বুকে ব‍্যথা, হাসপাতালে ভর্তি শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস