সপ্তাহে প্রথম কাজের দিনেই জোড়া গুরুত্বপূর্ণ বৈঠক নবান্নে (Nabanna)। ইতিমধ্যেই শুরু হয়েছে লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশন নিয়ে বৈঠকে। এই বৈঠকরে যোগ দিতে ডাকা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। তাঁকে চিঠি পাঠান স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা (BP Gopalika)। কিন্তু শুভেন্দু টুইটে (Tweet) জানান, তিনি বৈঠকে যাবেন না। লোকায়ুক্ত (Lokayukt) এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। চেয়ারম্যানের নির্বাচনে সিলমোহর দেওয়ার কথা এই বৈঠকে।

চেয়ারম্যান নির্বাচনের জন্য তিনজনের একটি কমিটি তৈরি হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বিধানসভার স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) পাশাপাশি রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেই কারণেই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য তাঁকে সোমবার এই কমিটির বৈঠক হওয়ার কথা দুপুর ১টা নাগাদ। সেই কারণে এই জরুরি বৈঠকে থাকার জন্য স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়ে বিরোধী দলনেতাকে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু রাজ্যের বিরুদ্ধেই অভিযোগ তুলে বৈঠকে যোগ দেননি শুভেন্দু।

এদিকে, এদিন বিকেল ৩টে নাগাদ নবান্নে বসেছে মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সূত্রের খবর। এদিনই নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন সদ্য তৃণমূলে ফেরা অর্জুন সিং (Arjun Singh)। বৈঠকে থাকবেন রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীরা।
আরও পড়ুন:এসএসসির সার্ভার রুমের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল CBI


















































































































































