জঙ্গলমহলকে পৃথক রাজ্যের দাবি সৌমিত্রর, কটাক্ষ তৃণমূলের

0
1

এবার জঙ্গলমহলকে পৃথক রাজ্যের দাবি তুললেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদের তাঁর দাবি, রাঢ় বাংলাকে পশ্চিমবঙ্গের মধ্যে রাখার কোনও মানে হয় না। সৌমিত্র খাঁ-এর কথায়, “কলকাতা যেভাবে জঙ্গলমহলকে সবদিক থেকে বঞ্চিত করে রেখেছে তাতে আমি জঙ্গলমহল রাজ্যের দাবির পক্ষে সহমত। এনিয়ে কেন্দ্রের কাছে দরবার করব।”

সৌমিত্র খাঁ-এর আরও অভিযোগ, “বীরভূমে যে কয়লা খাদান হবে তার টাকা চলে যাবে কলকাতায়। এখানকার পাথর নিয়ে কলকাতার বাবুদের বাড়ি তোলা হচ্ছে। আর বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, আসানসোল, ঝাড়গ্রাম মানুষ দিনের পর দিন বঞ্চিত হচ্ছে। তাদের কাজ দেওয়া হচ্ছে না। রাজ্যে ২৩টি জেলা ভেঙে ৪৬টি জেলা করা হচ্ছে। তাহলে আমরা আলাদা জঙ্গলমহল রাজ্য কেন চাইব না? এই এলাকার মানুষ হিসেবে আমার বাঁচতে চাই।”

এরপরই তৃণমূলের কুণাল ঘোষ বলেন, “একদিকে গরম পড়েছে, অন্যদিকে অর্জুন সিং জোর ধাক্কা দিয়েছে। দুইয়ে মিলিয়ে সৌমিত্র খাঁ ভুল বকছে। ওর বাড়ির লোকই ওর কথা শোনে না। ও তো ওখান থেকে জিতেছে। ভোটের আগে কেন দলের ইস্তাহারে পৃথক রাজ্যের কথা বলেনি। অর্জুন সিং তো বলেই দিয়েছে, বিজেপির নেতারা সব ঠাণ্ডা ঘরে বসে বিবৃতি দেওয়া, ফেসবুকে রাজনীতি করা লোকজন। এদের সঙ্গে বাংলার মাটির ও সংস্কৃতির কোনও যোগাযোগ নেই। এদের কথার উত্তর দেওয়ার কোনও মানে হয় না। আসলে সৌমিত্র বিজেপি ছাড়তে চাইছে, তাই প্রচারের আলোয় থাকতে এখন ভুল বকছে।”