কোয়াড সামিটে যোগ দিতে জাপানে পৌঁছেই ট্যুইট মোদির

0
1

কোয়াড সামিটে যোগ দিতেই জাপান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক বৈঠক ও কর্মসূচি রয়েছে তাঁর। ২৩ এবং ২৪ মে টোকিওতে কোয়াড কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রবিবারই জাপানের উদ্দেশে রওনা হন মোদি। সোমবার ভোরেই টোকিওতে পা রেখেছেন তিনি। বিমানবন্দরে পা রাখতেই মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।


আরও পড়ুন:পোলিওতে আক্রান্তের হদিশ,চিকিৎসকদের কপালে ভাঁজ



ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান হল কোয়াড অন্তর্ভুক্ত দেশ। তাঁদের রাষ্ট্র নেতাদের মধ্যে আলোচনার জন্যই এই সামিটের আয়োজন করা হবে। দুই দিনের সফরে, প্রধানমন্ত্রী মোদি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হবে এই সামিটে। পাশাপাশি আছে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক। সূত্রের খবর, ৪০ ঘণ্টায় মোট ২৩টি বৈঠক করবেন মোদি।




সোমবার জাপানে পৌঁছেই একটি ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, “টোকিওতে অবতরণ করলাম। কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক সহ একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে”। মোদির বৈঠকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ছাড়াও চিনের আগ্রাসনী নীতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।