মাস দুয়েক আগে আসানসোলের(Asansol) মেয়র হিসেবে বিধান উপাধ্যায়ের(Bidhan Upadhyay) নাম ঘোষণা করে দিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তবে দায়িত্ব নেওয়ার পর এখনো পর্যন্ত মেয়র পরিষদ নির্বাচন সম্পন্ন হয়নি আসানসোল পুরসভায়। এই ঘটনার জেরে বিধান উপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে(Kolkata High court) মামলা দায়ের করলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারি(Chaitali Tiwari)।
কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের এজলাসে দায়ের হওয়া এই মামলায় চৈতালি তিওয়ারি জানিয়েছেন, মেয়র পরিষদ গঠন না হওয়ার জেরে আসানসোলের নাগরিক পরিষেবা ভেঙে পড়েছে। মেয়র বিধান উপাধ্যায় বেআইনিভাবে পুরসভা চালাচ্ছেন। এমনটাই আবেদন জানিয়ে হাইকোর্টে আসানসোলের মেয়রের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা জরিমানার মামলা করেছেন তিনি। আগামী ৯ জুন এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:মোদি জমানায় ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ মিছিল তৃণমূলের
যদিও এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক রাজ্যপালের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন আগেই। সপ্তাহ দুয়েক আগে আসানসোলে একটি অনুষ্ঠানে তাঁকে এ বিষয়ে সংবাদমাধ্যমে তরফে প্রশ্ন করা হলে তিনি জানান, সমস্ত ফাইল রাজ্যপালের কাছে পড়ে রয়েছে। এ বিষয়ে যদি কিছু জিজ্ঞাসার থাকে তবে তা রাজ্যপালকে জিজ্ঞাসা করুন।