মাঙ্কি পক্স(Monkey Pox)নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিল রাজ্য সরকার। বিদেশ থেকে আসা কোনও ব্যক্তির মধ্যে যদি মাঙ্কি পক্সের উপসর্গ(Symptom)দেখা দেয় তাহলে তাঁকে নিভৃতবাসে(Isolation)রাখতে হবে। বেলেঘাটা আইডি হাসপাতাল হবে সেই নিভৃতবাসের ঠিকানা। এই বিষয় কেন্দ্রের যে সব নির্দেশিকা রয়েছে,তা মেনে চলা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মোট ১২টি দেশে ৮০ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। যদিও এই অসুখে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।WHOএর পক্ষ থেকে প্রতিটি দেশকেই সতর্ক করা হয়েছে।এবার মাঙ্কি পক্স নিয়ে সতর্কমূলক ব্যবস্থা নিল রাজ্য সরকার।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২১ দিনের মধ্যে মাঙ্কি পক্স দেখা গিয়েছে, এমন দেশ থেকে যদি কোনও ব্যক্তি রাজ্যে প্রবেশ করেন, সে ক্ষেত্রে এই সতর্কতা মূলক ব্যবস্থা নিতে হবে। সেই ব্যক্তির মধ্যে মাঙ্কি পক্সের কোনও উপসর্গ থেকে থাকলে নিভৃতবাসে রাখতে হবে এবং তিনি আর কার কার সংস্পর্শে এসেছেন, সেটাও দেখা হবে।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘‘এখনও আমাদের দেশে মাঙ্কি পক্স আক্রান্তের কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু রাজ্যে এমন কোনও আক্রান্তের খবর মিললে তার জন্য আগাম প্রস্তুতি নিয়েছে রাজ্য। যুদ্ধকালীন প্রস্তুতিতে ব্যবস্থা নেওয়া হবে।’’ মাঙ্কি পক্সের উপসর্গযুক্ত ব্যক্তির রক্তের নমুনা কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো পাঠানো হবে পুণের এনআইভি-তে।প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে ছিল মাঙ্কি পক্স তারপর তা ছড়িয়ে পড়ে ইউরোপ এবং আমেরিকাতেও।















































































































































