জাপান(Japan) সফরে গিয়ে জাপানি বালকের মুখে হিন্দি শুনে রীতিমত মুগ্ধ হয়ে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। কোয়াড সম্মেলনে যোগ দিতে জাপান পৌঁছেছেন দেশের প্রধানমন্ত্রী(Prime minister)। সেখানে বেশকিছু বাচ্চার সঙ্গে এদিন সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। সেখানেই এক জাপানি বালকের সঙ্গে হিন্দিতে কথা বলেন প্রধানমন্ত্রী। যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে উঠেছে।
সংবাদ সংস্থা এএনআই-এর তরফে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক জাপানি বালক হিন্দিতে কথা বলছে প্রধানমন্ত্রীর সঙ্গে। সে প্রধানমন্ত্রীকে জানায়, “জাপানে আপনাকে স্বাগত।”একজন জাপানি বালকের মুখে এমন হিন্দি শুনে রীতিমত মুগ্ধ হন প্রধানমন্ত্রী। বাচ্ছাটিকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, “এত ভাল হিন্দি শিখলে কোথা থেকে?” ভারতীয় বন্ধুদের থেকেই শিখেছে হিন্দি, জানাল বাচ্চাটি। ভারতীয় পতাকার ছবি এঁকে এনেছিল ওই বালক। সেই ছবির উপরে হিন্দি এবং জাপানি ভাষায় কিছু লেখা ছিল। সেই ছবিই মোদির হাতে তুলে দিয়ে স্বাগত জানায় ওই বালক। সেই ছবি দেখে খুশি হয়ে অটোগ্রাফ দেন তিনি।
আরও পড়ুন:Dinesh Karthik: ভারতীয় দলে প্রত্যাবর্তন কার্তিকের, দলে ফিরে আবেগঘন বার্তা ডিকের
উল্লেখ্য, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে পারস্পরিক সম্পর্কের জোট হল কোয়াড (QUAD)। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। সদ্য নির্বাচিত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজও উপস্থিত থাকবেন কোয়াড সম্মেলনে।