চিনা আগ্রাসনের বিরুদ্ধে এবার করা সুরে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ানের প্রতি চিনা পদক্ষেপের বিরুদ্ধে সরিয়ে মার্কিন রাষ্ট্রপতি জানিয়ে দিলেন, যদি চিন তাইওয়ানের ওপর হামলা চালায় সে ক্ষেত্রে তাইওয়ানকে সেনা দিয়ে সাহায্য করবে আমেরিকা।

দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের দেশের অংশ হিসেবে দাবি করে আসছে চিন। যদিও তাইওয়ান বরাবরই নিজেদের স্বতন্ত্র দেশ হিসেবে দাবি করে। এই পরিস্থিতিতে তাইওয়ানের ওপর হুমকি হুঁশিয়ারি জারি রেখেছেন চিনের প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতেই চিনা আগ্রাসনকে কড়া জবাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, “চিন আগুন নিয়ে খেলা করছে। চিন যদি কোনভাবেই তাইওয়ানের ওপর হামলা চালায় সেক্ষেত্রে আমেরিকা চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে তাইওয়ানকে সেনা দিয়ে সাহায্য করবে আমেরিকা।
উল্লেখ্য, গত ৭০ বছরেরও বেশি সময় ধরে নিজেদের আলাদা দেশ হিসেবে দাবি করে স্বশাসন চালাচ্ছে তাইওয়ান। তবে চিনের তরফে তাইওয়ানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তারা যদি নিজেদেরকে স্বতন্ত্র দেশ হিসেবে মনে করে সে ক্ষেত্রে যুদ্ধ হবে। এহেন পরিস্থিতির মাঝেই এবার চিনকে পাল্টা হুঁশিয়ারি দিল আমেরিকা।















































































































































