কালবৈশাখীর জেরে বিপর্যস্ত রাজধানী, বাতিল একাধিক বিমান

0
1

তাপপ্রবাহ থেকে রেহাই পেল রাজধানী। সাতসকালেই কালবৈশাখী দিল্লিতে। ৯০ কিলোমিটার বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া। সেইসঙ্গে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজধানীর একাধিক এলাকা। ব্যাহত হয় যান চলাচলও। এমনকী রাজধানীর বিমানযাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করতে বাধ্য হয় বিমান পরিবহণ সংস্থাগুলিও। তারা জানায়, বিমানবন্দরে রওনা হওয়ার আগে যাত্রীরা যেন তাঁদের বিমানের রওনা হওয়ার সময় দেখে নেন।


আরও পড়ুন:সাত দিনের মধ্যেই ক্যানসার আক্রান্ত সোমাকে শিক্ষিকার পদে চাকরির নির্দেশ নবান্নর



সপ্তাহের শুরুর দিন ভোর সাড়ে পাঁচটা থেকে দিল্লিতে শুরু হয় ঝড়বৃষ্টি। লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। মৌসম ভবন জানিয়েছে,  দিল্লি এবং রাজধানী সংলগ্ন এলাকায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আরও কিছুক্ষণ চলতে পারে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হবে।




এদিন খারাপ আবহাওয়ার জেরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবাও বিঘ্নিত হয়। দিল্লি বিমানবন্দরের ওয়েবসাইট অনুযায়ী, খারাপ আবহাওয়ার কারণে ৪০টিরও বেশি বিমানের সময়সূচি পরিবর্তন হয়েছে। বিমানবন্দরে নামবে এমন ১৮টি উড়ানও বেশ কিছুক্ষণ দেরী করে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দুটো বিমান বাতিল করা হয়েছে।ঝড়বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে দিল্লি-এনসিআর সহ পার্শ্ববর্তী এলাকাও। সকাল থেকেই যানজট সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন রাস্তায়।ঝড়ের দাপটে একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের কারণে রাজধানীর তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এদিন রাজধানীর তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।