প্রায় দেড়মাস পর কলকাতা থেকে বোলপুরে নিজের বাড়িতে ফিরেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মাঝে শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন ভর্তি ছিলেন SSKM হাসপাতালে। এরপর কিছুটা সুস্থ হয়ে ৬ বার নোটিশের পর অবশেষে গরু পাচার মামলায় CBI দফতরে হাজিরা দেন অনুব্রত। কিন্তু তাতেও স্বস্তি নেই।
এবার ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূলের এই দাপুটে নেতাকে তলব করল CBI. আগামিকাল, মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অনুব্রতকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, গতবছর গত ২ মে অর্থাৎ বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরেই ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসা মামলার সেই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করছে CBI. এবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল অনুব্রত মণ্ডলকে।